সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সিএনজি অটোরিক্সা চালক বিষু মালাকার হত্যা মামলায় এক মহিলা সহ দু’আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার পুলিশ ছিনিয়ে নেয়া অটোরিক্সাটিও উদ্ধার করেছে। ’ গ্রেফতারকৃতরা হল, সুনামগঞ্জের দক্ষিন সুনামগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের লোবান মিয়ার স্ত্রী সাজেদা বেগম (৩০) ও সিলেটের বিশ্বনাথ উপজেলার মসলিণস ভোগশাইল গ্রামের তোরণ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন ২৬)। ’
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জুয়েল বৃহস্পতিবার রাতে জানান, জগন্নাথপুর থানার এসআই গোলাম ফাক্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম সুনামগঞ্জের দক্ষিন সুনামগঞ্জ ও ছাতক এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে বিষু মালাকার হত্যাকান্ডে জড়িত সাজেদা ও তার সহযোগী দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে। পরে তাদের হেফাজত থেকে নিহত বিষু মালাকারের সিএনজি অটো রিক্সাটি উদ্ধার করা হয়। ’
উল্ল্রেখ যে, সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের মজলিশ ভোগশাইল গ্রামের নিখিল মালাকারের ছেলে সিএনজি অটোরিক্সাচালক বিষু মালাকার নিজের ভাড়ায় চালিত সিএনজি অটোরিক্সা সহ বাড়ি থেকে চলতি বছরের ২৮ ফ্রেব্রয়ারী বুধবার নিখোঁজ হন। পরদিন পরিবারের লোকজন বিশ্বনাথ থানায় একটি সাধারন ডায়েরী করেন। এদিকে নিখোঁজের তিন দিনের মাথায় ২ মার্চ শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সমষপুর আইছলাবাড়ি গ্রামের পার্শ্ববর্তী ডোবা থেকে থানা পুলিশ বিষু মালাকারের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। পরদিন ৩ মার্চ এ ব্যাপারে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ’ জগন্নাথপুর থানার মামলা নং-০৩, তারখি-০৫/০৩/১৮খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ দঃ বিঃ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd