সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের চক্কর মাঠে ও এর আশ-পাশের এলাকায় ১৪৪ধারা জারি করেছে প্রশাসন। ভাটিপাড়া ইউনিয়নে চক্কর মাঠে বৃহস্পতিবার দুপুর থেকে ভাটিপাড়া ইউনিয়নের ইসলাম বিরোধী প্রতিরোধ কমিটি সভাপতি মাওলানা জাকির হোসাইন তফসিরুর কোরআন মাহফিলের আয়োজন করার ঘোষনা দেন সে অনুযায়ী পোষ্টার ও বিতরন করেন। এর পর একেই সময় একেই গ্রামের সাবেক ইউপি সদস্য নুর জম্মাতের লোকজন এই স্থানেই ওরস পালন করার ঘোষনা দেন। এতে করে এলাকায় উত্তেজনা বিরাজ করে। একারনে দু-পক্ষকেই এলাকার গনমান্য ব্যাক্তিগন সাথে নিয়ে বুধবার আলোচনায় সবার জন ডাকে। এরপর তাদের মধ্যে কোন সমাধান না হওয়ায় এবং কোন পক্ষই কাউকে ছাড় দিতে নারাজ থাকায় পরিস্থিতি শান্ত ও বিশৃংখলা এড়াতে দিরাই উপজেলা নির্বার্হী কর্মকর্তা দায়িত্বে থাকা শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহসহ ১৪৪ধারা জারি করেন। এঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফা কামাল জানান,বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ফজর পর্যন্ত ১৪৪ধারা জারি করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়ের রয়েছে পরিবেশ শান্ত রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd