সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৮
স্টাফ রিপোর্ট :: বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে শুক্রবার নেপাল যাচ্ছে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের দুই সদস্যের প্রতিনিধি দল। কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. দাউদ এবং একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক সাইরাস সাকিবা প্রতিনিধি দলে রয়েছেন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: আবেদন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যক্ষ জানান, প্রতিনিধি দলের সদস্যরা নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করবেন। তারা নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের কাছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করবেন ও শোক বার্তা পৌঁছে দেবেন।
গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ১১ জন শিক্ষার্থী নিহত হয়। আহত হয় আরো দুইজন শিক্ষার্থী। হতাহতদের প্রতি সম্মান জানিয়ে কলেজে তিন দিনের শোক কর্মসূচি পালন করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd