সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: স্ত্রীর স্বীকৃতির দাবিতে সুনামগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক সভাপতির বাড়িতে রোববার বিকেল থেকে অনশনে বসেছেন ওই এলাকার খালেদা নামের এক কলেজ ছাত্রী।’ বিষয়টি নিষ্পক্তি না হওয়ায় পৌর শহরের ওয়েজখালীতে সৈনিক লীগের সাবেক সভাপতি ও নাঠ্যকর্মী নোমান হাসান খাঁনকে অবশেষে পুলিশ রোববার মধ্যরাত সাড়ে ১২টার দিকে রাতে গ্রেফতার করে করেছে। , নোমান পৌর শহরের ওয়েজখালীর আলহাজ্ব মজিবুর রহমান খাঁনের ছেলে।’ বাড়িতে কলেজ ছাত্রীর অনশনের খবর পেয়ে সন্ধায় সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও কোন সুরাহা না হওয়ায় কলেজ ছাত্রী নোমানের বিরুদ্ধে রাতেই থানায় একটি মামলা দায়ের করেন।
জানা গেছে, পৌর শহরের ওয়েজখালীর আলহাজ্ব মজিবুর রহমান খাঁনের ছেলে সৈনিক লীগের সাবেক সভাপতি নোমান হাসান খাঁন সদর উপজেলার গৌরারং ইউণিযনের নিধিরচর গ্রামের কাছম আলীর মেয়ে ও ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ বর্ষের ছাত্রী খালেদা বেগমের সাথে গত দু’ বছর ধরেই মন দেয়া নেয়ার এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এদিকে পারিবারীক সম্মতিতে নোমান অন্যত্র বিয়ের পিরিতে বসতে যাচ্ছে জেনে স্ত্রীর স্বীকৃতি পেতে খালেদা রোববার বিকেল সাড়ে ৪ থেকে নোমানের বাড়িতে গিয়ে অনশনে বসেন।’ এ খবর গ্রামে ও আশে পাশের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভীড় বাড়তে থাকতে।’ খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ নোমানের বাড়িতে গিয়ে পাড়ার মুরুব্বীদের মাধ্যমে নিষ্পক্তির চেষ্টা করে। এ পর্যায়ে নোমান ও তার পরিবারের লোকজন খালেদাকে মেনে নিতে অস্বীকৃতি জানানোর পর খালেদা রাতে নোমানের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণে অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।’
কলেজ ছাত্রী খালেদা বেগম রোববার রাতে জানান, নোমান আমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে প্রায় ২ বছর হল , এরই মধ্যে আমাকে স্ত্রীর পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতেও নিয়ে গেছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কও করেছে একাধিবার। খালেদা আরো বলেন, এখন আমার জীবন নষ্ট কওে সে অনত্র বিয়ে করতে যাচ্ছে, আমাকে অস্বীকার করছে ,তাহলে কেনইবা সে আমার সাথে মেলামেশা করলো আর কেনইবা সামাজিক ভাবে আমার মান-ইজ্জত নষ্ট করল।
সদর উপজেলার বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক সভাপতি ও নাঠ্যকর্মী নোমান হাসান খাঁনের বক্তব্য জানতে তার ব্যাক্তিগত মুঠোফোনে কল করা হলে তা বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।’
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জুয়েলে নিকট রোববার রাতে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ভিকটিম মামলা দায়ের করায় নোমানকে রাতেই পুলিশ গ্রেফতার করেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd