নগরীর তালতলা মাছুদিঘীরপাড়ে আগুন

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর তালতলা মাছুদিঘীর পাড়স্থ একটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার বিকাল সাড়ে ৪ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। পরে সেটি পাশ্ববর্তি আরোও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দু’টি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডে আনুমানিক ১৪/১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাছুরদিঘীর পাড়স্থ উমান রেফ্রিজারেশন দোকানে গত রবিবার বিকাল সাড়ে ৪ টার দিকে বিদ্যুৎ লাইন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সে আগুন থেকে রেফ্রিজারেটর মেরামত কাজের জন্য রাখা গ্যাস সিলিন্ডারে ছড়িয়ে পড়ে। মুহুতেই আগুন ছড়িয়ে পড়ে আরোও পাশ্ববর্তি ৪/৫টি দোকানে। পরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিকাল ৫ টায় আগুন নিয়ন্ত্রণে নেন ফায়ার সার্ভিস কর্মীরা। ক্ষতিগ্রস্থ দোকানগুলো হচ্ছে উমান রেফ্রিজারেশনের ৩টি দোকান, জিনান মটরস, নজমূল রেফ্রিজারেশন।

সর্বশেষ ফায়ার সার্ভিস দলের নেতৃত্বে থাকা প্রণয় বিশ্বাস ও মলয় সিং আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন। তারাও ধারণা করছেন বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..