সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের শেরপুর গ্রামের মেধাবী শিক্ষার্থী আব্দুল মালেকের পাশে দাড়িয়েছে উপজেলার অন্যতম সামাজিক ও অরাজনৈতিক সংগঠন স্বেচ্ছা সেবক পাঠশালা।
গতকাল বুধবার স্থানীয় কারখানা বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রবাসী সদস্য কামরুল হাসানের আর্থিক অনুদানের মাধ্যমে আব্দুল মালেকের ২০১৮ সনে ভর্তি সহ চলতি বছরের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করে স্বেচ্ছা সেবক পাঠশালা। মেধাবী শিক্ষার্থী মালেকের লেখাপড়ার দায়িত্ব গ্রহণের মাধ্যমে স্বেচ্ছা সেবক পাঠশালার “শিক্ষা প্রকল্প ২০১৮” এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সহ সভাপতি আইমান আহমদের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মামুন আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন স্বেচ্ছা সেবক পাঠশালার সভাপতি সাংবাদিক মোঃ রুবেল আহমদ,সহ সাধারণ সম্পাদক এমাদ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক জাবির আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক ইয়ামিন আহমদ, চিকিৎসা বিষয়ক সম্পাদক কামরুল আলম, প্রচার সম্পাদক রিয়াছত আহমদ,সদস্য কাশেম আহমদ,জাবেদ আহমদ প্রমুখ। উল্লেখ্য, শিক্ষার্থীর পিতা পেশায় একজন দিনমজুর হওয়ায় এবং তার আরো কয়েকজন ভাইবোন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ায় নিয়োজিত থাকায় মালেকের পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিলো । মালেকের পিতা আরফিজ আলী স্বেচ্ছা সেবক পাঠশালার অফিসে একটি আবেদন করলে এর পরিপ্রেক্ষিতে আব্দুল মালেকের পড়ালেখার চলতি বছরের সকল দায়িত্ব গ্রহণ করে স্বেচ্ছা সেবক পাঠশালা ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd