সিলেট ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৮
সিলেট :: সিলেট সদর উপজেলার শাহ্ খুররম ডিগ্রি কলেজের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব অধ্যাপক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব সিরাজাম মুনীরা। তিনি তার বক্তব্যে বলেন মার্চ হচ্ছে স্বাধীনতার মাস। বাঙালির প্রেরণার মাস।
এ মাসেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম গ্রহন করেছিলেন। তাঁর ১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষনের মাধ্যমেই বাঙালির মুক্তিযোদ্ধারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং স্বাধীনতা এনে দিয়েছিল। এ মাস আরো তাৎপর্যপূর্ণ কারন নারী দিবসের মাস। ২০১৮ সালের এ মাসেই আমরা উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃতি পেতে যাচ্ছি।সুতরাং সবদিক থেকে এ মাস বাঙালির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারি অধ্যাপক জনাব কমর উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সহযোগী, সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ। বিজ্ঞপ্তি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd