গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জে সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপনকে প্রাণনাশ এবং তার ছেলে-মেয়েকে অপহরণের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি বৃহস্পতিবার গোলাপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।

জেলওয়ার হোসেন স্বপন দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক সবুজ সিলেট-এ দুটি সংবাদমাধ্যমের উপজেলা সংবাদদাতা হিসেবে কাজ করছেন। এছাড়া সাপ্তাহিক সকালের দিগন্ত নামে তার সম্পাদিত একটি সাপ্তাহিকও রয়েছে।

সাধারণ ডায়েরীর বিবরণে জানা যায়, ৬মার্চ মঙ্গলবার রাত অনুমান ৮:৪৫ মিনিট ও ৯:৫৬ মিনিটে ০১৬১৫২৭৬৩১৮ ও ০১৬৩৫৫৫৪৭৫৩ নাম্বার থেকে সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপনের ব্যবহৃত ০১৭১২৭৪৫৪১৪ মোবাইল নাম্বারে পৃথক পৃথক ভাবে ফোন দিয়ে তাকে কুপিয়ে হত্যা এবং ছেলে মেয়েকে স্কুলে যাওয়া আসার সময় অপহরণ করে নিয়ে যাবে বলে হুমকি দেয়।

এ নিয়ে তার পরিবার চরম নিরাপত্তাহীনসহ উদ্বেগ উৎকন্ঠার মধ্যে রয়েছেন। তিনি জীবনের নিরাপত্তা চেয়ে গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং-৩৪৬।