সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১১ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০১৮
সিলেট :: সিলেট নগরীতে রাত ৮টার পর ট্রাক চলাচলে নিশ্চয়তা দিয়েছে পুলিশ প্রশাসন। মঙ্গলবার সন্ধায় আন্দোলনকারীদের সাথে মতবিনিময়কালে বিমানবন্দর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন আশ্বাস দেন এখন থেকে পাথরবাহী যানবাহন ট্রাক, ট্রলি রাত ৮টার আগে নগরীতে প্রবেশ করবে না।
ওসি জানান, সিলেট মেট্রোপলিটন পুুলিশ কমিশনার বিষয়টি নিয়ে বৈঠক করেছেন। তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বলে দিয়েছেন, নগরীতে সকল প্রকার ভারি যানবাহন চলাচল করবে রাত ৮টার পর থেকে।
বিমানবন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ বলেন, ‘আম্বরখানা সড়কে পাথরবাহী ট্রাক যেন নির্দিষ্ট সময়ে প্রবেশ করে এখন থেকে এ বিষয়টি পুলিশই দেখভাল করবে।’
এদিকে দিনের বেলা এ পথে আর ভারি যানবাহন তথা ট্রাক, ট্রলি চলাচল করবে না বলে আশ্বাস প্রদান করেছেন সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া।
পুলিশ প্রশাসন ও ট্রাক শ্রমিক ইউনিয় নেতৃবৃন্দের এমন আশ্বাসের প্রেক্ষিতে নগরীতে রাত ৮টার আগে ট্রাক প্রবেশের বিরুদ্ধে চলা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচী স্থগিত ঘোষণা করেন সিসিকের ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী এবং ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজোওয়ান আহমদ।
এদিকে, রাত ৮টার পর ট্রাক নগরীতে প্রবেশ করায় মঙ্গলবার রাতে ট্রাকচালকদের ধন্যবাদ জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd