সিলেট ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৮
সিলেট :: ৬ষ্ঠ টি-২০ ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ পেশকারগাও মাঠে সম্পন্ন হয়েছে। ৬ মার্চ মঙ্গলবার বিকেল ৪টায় ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী আরশ আলী গণি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজকে নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষায় খেলাধূলার প্রতিযোগিতা অগ্রণী ভূমিকা পালন করে। তাই সমাজের সামর্থ্যবানদের উচিত যুব সমাজকে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা দেয়া। এতে যুব সমাজের শারীরিক গঠনের পাশাপাশি মেধার বিকাশ ঘটানোর সুযোগ সৃষ্টি হবে। খেলাধুলায় পৃষ্টপোষকতা করার জন্য তিনি এলাকার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, তাদের মাধ্যমে এলাকার পরিচিতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে।
ফেডারেশনের সভাপতি সিরাজুল ইসলামরে সভাপতিত্বে ও সহ সভাপতি আর জে রাসেলের পরিচালনায় সংগঠনের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সহ সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ, প্রধান আলোচকের বক্তব্য রাখেন ৩নং অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, খেলার প্রধান আর্কষন সিলেটের আঞ্চলিক ভাষার নাট্যকার বেলাল আহমদ মুরাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সভাপতি আজম আলী, মাসুক আহমদ, শংকর চন্দ্র ধর, আশরাফ আলী আরশ, আশিক আলী, বিল্পব কুমার এস।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারন সম্পাদক শাহ রুমেল আহমেদ, অনিক রঞ্জন অর্জুন, আলমগীর হোসেন শিপু, শাহীন মিয়া, তোফায়ল আহমেদ রুবেল, রুবেল আহমদ ইমন, হাসান খান রিপন, আতিউর রহমান বেলাল, শামীম আহমদ ইমন, শামীম আহমদ ডালিম, ইমন, ফজলু মিয়া, শাহিন আহমদ, মাহফুজ আহমদ, রিপন (২), আলী আকবর প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd