সিলেট ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : পুলিশি প্রটেকশন থাকা অবস্থায় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল হামলার শিকার হওয়ায় সমালোচনা হচ্ছে দায়িত্বরত পুলিশ সদস্যদের। তবে জাফর ইকবালের স্ত্রী ও একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াসমিন হক এই ঘটনায় পুলিশকে দায়ি করতে রাজি নন।
শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিজ ক্যাম্পাসে হামলার শিকার হন অধ্যাপক জাফর ইকবাল। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। হামলার একদিন পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গণমাধ্যমের সামনে আসেন ইয়াসমিন হক। পুলিশি নিরাপত্তার কথা বলেন ইয়াসমিন, ‘২৪ ঘণ্টা আমাদের সঙ্গে পুলিশ থাকে। আমাদের কিন্তু অসম্ভব রকম প্রটেকশন দিয়েছে। আমি ফিল করি না যে এটার জন্য সঙ্গে সঙ্গে সরকারকে ব্লেম করা, সঙ্গে সঙ্গে পুলিশকে ব্লেইম করা ঠিক হবে।’
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠান চলার সময় পেছন থেক থেকে তাকে ছুরিকাহত করে বহিরাগত এক যুবক। তাকে হাতেনাতে ধরার পর গণপিটুনি দেয় শিক্ষার্থীরা। পরে জানা যায় মাদ্রাসায় পড়াশোনা করা সে যুবকের নাম ফয়জুর রহমান। আহত জাফর ইকবালকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর পাঠানো হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে।
হামলার সময়ের পরিস্থিতির বর্ণনা করে ইয়াসমিন হক বলেন, ‘এটা কিন্তু একটা মুক্তমঞ্চ, অনেকজন দাঁড়াচ্ছে… আমার মনে হয়, ওর কাছে যদি আরও বড় অস্ত্র থাকত, আঘাত আরও সিরিয়াস হতে পারত।’
ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন সদস্য হামলাকারীকে বাধা দিতে গিয়ে আহত হন জানিয়ে পদার্থ বিজ্ঞানের শিক্ষক ইয়াসমিন বলেন, ‘পুলিশ বেস্ট চেষ্টা করেছে, বাধা দিয়েছে।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd