ডাক্তার নেই, ১৫ দিন ধরে বিশ্বনাথের দিঘলী হাসপাতাল বন্ধ!

প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০১৮

সরেজমিন গতকাল রবিবার সকাল ১১টায় দিঘলী উপ-স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা গেলো চিকিৎসকের অপেক্ষায় বারান্দায় বসে আছেন রোগীরা। ঠিক সেই মুহুর্তে দিঘলী প্রাইমারি স্কুলে যাবার পথে ৩য় শ্রেণীর ছাত্রী আমিনা বেগম রোগীদের উদ্যেশে বলে উঠলো, ‘ইকানো (এখানে) ডাখতর (ডাক্তার নেই) নাই, আসপাতাল (হাসপাতাল) বন্ধ! এসময় কথা হয় হাসপাতালের বারন্ধায় বসা চিকিৎসা নিতে আসা বিশ্বনাথের উদয়পুরের সত্তরোর্ধ মখলিছ আলীর সঙ্গে। তিনি জানান সকাল ১০টা থেকে তিনি চিকিৎসকের অপেক্ষায় রয়েছেন। একইভাবে সিলেট সদর উপজেলার মৌলভীর গাঁওয়ের ফয়েজ উদ্দিনের স্ত্রী ফাতেমা বেগম, বিশ্বনাথের মির্জারগাঁওয়ের দিনমজুর আনহার মিয়ার স্ত্রী পিয়ারা বেগমও হতাশা ব্যক্ত করলেন।
এদিকে ১৫দিন ধরে হাসপাতাল বন্ধ থাকায় অভিযোগ উঠেছে, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা (টিএইচও) ডা: আব্দুর রহমান উৎকোচ না পাওয়ায় ওই হাসপাতালে কোন চিকিৎসককে দায়িত্ব নিতে দিচ্ছেননা। এ প্রসঙ্গে সরাসরি কাদিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মতামত জানতে চাইলে কোন মন্তব্য করতে রাজি হননি (টিএইচও) ডা: আব্দুর রহমান। তিনি বলেন, তার বক্তব্য নিতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত অনুমতি দেখাতে হবে। তা না হলে তিনি (ডা: আব্দুর রহমান) গণমাধ্যমে কোন বক্তব্য দিবেন না।
তবে, টিএইচও বক্তব্য রা দিলেও সিলেটের সিভিল সার্জন ডা: হিমাংশু রায় এ প্রসঙ্গে দীর্ঘক্ষণ মোবাইল ফোনে কথা বলেছেন। তিনি এ প্রতিবেদককে বলেন, ‘দিঘলী উপ-স্বাস্থ্য কেন্দ্রটি জনগুরুত্বপূর্ণ। আগামি দু’একদিনের মধ্যে ওই দিঘলী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক দেওয়া হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..