সিলেট ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে ৩ প্রার্থী তাদের কর্মী সমর্থকদের নিয়ে বৃহস্পতিবার মনোয়নপত্র দাখিল করেছেন ।
দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোয়নপত্র জমা দেন আওযামী লীগ-বিএনপি-স্বতন্ত্র এ তিন প্রার্থী। মনোয়নপত্র জমা দানের শেষদিন বৃহস্পতিবার সুনামগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ থেকে সদ্য প্রয়াত মেয়র আলহাজ¦ আয়ূব বখত জগলুলের ছোট ভাই নাদের বখত মনোয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মতিউর রহমান সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপি পক্ষ থেকে দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সাথে সাঊেশ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনও সাবেক হুইপ আলহাজ¦ ফজলুল হক আসপিয়া সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সতন্ত্র প্রার্থী হিসেবে বিগত নির্বাচনের প্রধান প্রতিদ্ধন্ধি প্রয়াত মেয়র দেওয়ান মমিনুল মউজদীনের সহোদর দেওয়ান গনিউল সালাদীন তার কর্মী সমর্থকদের নিয়ে জেলা নির্বাচন অফিসে তার মনোনয়নপত্র দাখিল করেন।
উল্ল্রেখ যে সুনামগঞ্জ পৌর সভার আওয়ামীলীগ দলীয় মেয়র আয়ুব বখত জগলুল মৃত্যু বরণ করায় আগামী ২৯ মার্চ সুনামগঞ্জ পৌরসভার উপ নির্বাচনে ভোট গ্রহস অনুষ্ঠিত হচ্ছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd