সিলেট ২২শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
Sharing is caring!
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীতে পাথর তোলার গর্তে চাপা পড়ে শ্রমিক ফরমান আলীর মৃত্যুর ঘটনায় চার জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত পাথর শ্রমিকের ভাতিজা আলী পাশা বাদী হয়ে গর্তের মালিক আনোয়ার হোসেন আনই সহ ৪ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শনিবার সকাল সাড়ে ৭টার দিকে লোভাছড়া পাথর কোয়ারীর সাউদগ্রাম মৌজার পাথর ব্যবসায়ী আনোয়ার হোসেন আনইর গভীর গর্ত থেকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কাইলা গ্রামের মৃত আমিন উল্লাহ’র পুত্র ফরমান উল্লাহ পাথর উত্তোলন করতে গিয়ে নিহত হন। লোভছড়া কোয়ারীতে কোন শ্রমিক নিহতের ঘটনায় এই প্রথম বারের মতো নিহতের পরিবারের কেউ বাদী হয়ে থানায় মামলা দায়ের করল।
………………………..
Design and developed by best-bd