সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে ওয়াজ মাহফিলে দু’পক্ষের সংঘর্ষে নিহত মুজাম্মিল আলী হরিপুর বাজার মাদ্রাসার দাওরায়ে হাদীস (টাইটেল) ক্লাসের ছাত্র। তার বাড়ি গোয়াইনঘাট উপজেলার বড়গোছা গ্রামে। এ ঘটনায় মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আব্দুস সালামসহ অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন।
এদিকে, হরিপুরে মাদ্রাসার ছাত্র নিহত ও শিক্ষক আহত হওয়ার প্রতিবাদে সোমবার রাতে শতাধিক মাদ্রাসা ছাত্র সিলেট নগরীতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
স্থানীয়রা জানান, উপজেলার আমবাড়িতে সোমবার সন্ধ্যায় আটরশি পীরের অনুসারীরা একটি ওয়াজ মাহফিলের আয়োজন করে। সেখানে ইসলাম বিরোধী কোন বক্তব্য দেয়া হয় কিনা তা পর্যবেক্ষণের জন্য স্থানীয় অপর একদল মুসল্লী সেখানে হাজির হয়। ওয়াজ মাহফিল নিয়ে দু’পক্ষ লিপ্ত হয় তর্কাতর্কিতে। এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষে মারা যায় এক মাদ্রাসা ছাত্র। মাদ্রাসা ছাত্র মারা যাবার খবর পেয়ে হরিপুর বাজার মাদ্রাসা থেকে বিপুল সংখ্যক ছাত্র ঘটনাস্থলে যায়। েেসখানে আমবাড়ি ও কাঠালবাড়ি এলাকার তিন কিলোমিটার এলাকার বাড়ি ঘর পুড়িয়ে দেয়া হয়। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ারসহ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।
জৈন্তাপুর থানার ওসি খান মোহাম্মদ ময়নুল জাকির একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি। এ ঘটনায় কমপক্ষে ৪০টি বাড়ি-ঘর পুড়ানো হয়েছে বলে জানান তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd