মাহি বলেন, ‘আমি ছবিতে গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করছি। সে কারণে বেশ কয়েকটি লুকে আমাকে অভিনয় করতে হয়েছে। টানা ১০ দিন শুটিং করলাম, আগামীকাল শেষ হচ্ছে ছবির একটি পর্যায়ের শুটিং।’
পরিচালক বলেন, ‘আমরা ১৮ তারিখ থেকে টানা শুটিং করছি। এরই মধ্যে ছবির ৪০ শতাংশ শুটিং প্রায় শেষ।