সিলেট ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
সিলেট :: বেগম খালেদার জামিন নিয়ে কালক্ষেপন ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের উপর নগ্ন হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের উদ্যোগে গতকাল সোমবার বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক রেজিষ্টারি মাঠে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্নার সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর ও ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল হোসেন আজিজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সম্পাদক সূচিত্র চৌধুরী বাবলু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সিলেট জেলা কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক সাইদুল ইসলাম হৃদয়, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক এম এ মান্নান, সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, দেলোয়ার আহমদ, মুহিন আহমদ, জেলা ছাত্রদল নেতা রুহেল আহমদ, জাহেদ আহমদ, মামুনুর রহমান মামুন, মহানগর ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুকিত তুহিন, মহানগর ছাত্রদলের কর্মসূচী ও প্রণয়ন বিষয়ক সম্পাদক সুলতান আহমদ চৌধুরী, ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাহেদুর রহমান জাহেদ, জেলা ছাত্রদল নেতা আব্দুস সামাদ, সদস্য সবুজ আহমদ, মহানগর ছাত্রদল নেতা আরিফুল ইসলাম সুমন, জাকারিয়া মুন্না, জাহিদ শিকদার, সুজন আহমদ, জেলা ছাত্রদল নেতা আলী বাহার, এ আর রাসেল, শাহাব উদ্দিন, আশিকুর রহমান আশিক, এলকাছ আহমদ, আমির হামজা রিফাত, মাসুদ আহমদ, লায়েক আহমদ, স্বপন আহমদ প্রমুখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না বলেন, বানোয়াট মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে সাজা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে। নিয়মতান্ত্রিক সুশৃঙ্খল আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। যতদিন এই সরকার ক্ষমতায় থাকবে ততদিন দেশের শুধু ক্ষতি হবে। খুনি, জালিমবাজ অত্যাচারী সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে। এজন্য কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। কঠোর আন্দোলনের মাধ্যমে দেশকে এই অবৈধ সরকারের হাত থেকে রক্ষা করতে হবে। জয় আমাদের হবেই।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd