সিলেট ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে কোয়ারি ধসে শ্রমিক হতাহতের ঘটনায় গর্তের লেবার সর্দার আব্দুর রউফকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় দুই জনের লাশ উদ্ধার করা হলেও দুজন এখনো নিখোঁজ রয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তিন জনকে।
স্থানীয় সূত্র জানায়, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদের মালিকানাধীন গর্তে জেনারেটর জ্বালিয়ে পাথর তোলার সময় রোববার রাত ৯টায় গর্ত ধসের ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন, দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন মুরাদপুর গ্রামের হযরত আলীর পুত্র মতিবুর রহমান (৩২) এবং একই গ্রামের আসকর আলীর পুত্র রুহুল (২২)। আহতদের মধ্যে রয়েছেন-দক্ষিণ সুনামগঞ্জ থানার আক্তাপাড়া গ্রামের কাশেম আলীর পুত্র রুহেল (১৮), একই থানার মুরাদপুর গ্রামের তেরাব আলীর পুত্র ফিরোজ আলী (৪৫) এবং জামালগঞ্জ থানার মল্লিকপুর গ্রামের মকসুদ আলীর পুত্র রাকিবুল (১৬)। গুরুতর আহত ফিরোজ আলীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। নিখোঁজ ২ জনের পরিচয় এখনো জানা যায়নি।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান দুই জনের মৃত্যু এবং তিন জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় গর্তের লেবার সর্দার আব্দুর রউফকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
দুর্ঘটনার খবর পেয়ে রাতে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল লাইছ, অফিসার ইনচার্জ (তদন্ত) দিলীপ কান্তি নাথ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd