সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে স্ত্রীকে হত্যা করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি।
বৃহস্পতিবারের এ ঘটনায় হইচই পড়ে গেছে হালিশহরের যদুনাথবাটি এলাকায়। নিহত গৃহবধূর নাম স্বপ্না মণ্ডল (৩৫)। তার স্বামী বিশ্বজিৎ মণ্ডলকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বীজপুর থানার পুলিশের ধারণা, স্বপ্নাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। স্বপ্নার দুই মেয়ে জানিয়েছে, মা-বাবার মধ্যে নিয়মিত ঝগড়া হতো। মাকে মারধরও করতেন তাদের বাবা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বুধবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। বৃহস্পতিবার সকালে মেয়েরা প্রাইভেট থেকে ফিরে এসে দেখে, বাড়ির বাইরে থেকে তালা দেয়া। কোথাও মাকে খুঁজে না পেয়ে পরে তালা ভেঙে বাড়িতে ঢুকে দেখা যায়- রান্নাঘরের মেঝেতে স্বপ্নার মরদেহ পড়ে আছে।
খবর পেয়ে ঘটানস্থলে পুলিশ আসে তদন্ত করতে। এর পর শোনা যায়, হালিশহর স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বিশ্বজিৎ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd