সিলেট ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব আলোকচিত্রী, টিভি চ্যানেল নিউজ২৪ এর ক্যামেরাপার্সন ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সহ সভাপতি নাজমুল কবীর পাভেলের মাতা সৈয়দা সামসুন্নেছা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি মরহুম ক্বারী আবদুল হাসিমের স্ত্রী।
শুক্রবার বেলা ১২টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার বাগবাড়ি এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। তিনি ৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমার বড় ছেলে সুনামগঞ্জ জেলা ন্যাপের সাধারণ সম্পাদক, মেঝ ছেলে ছাতকের ব্যবসায়ী এবং ছোট ছেলে সাংবাদিক নাজমুল কবীর পাভেল।
শোক:
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব আলোকচিত্রী, টিভি চ্যানেল নিউজ২৪ এর ক্যামেরাপার্সন ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সহ সভাপতি নাজমুল কবীর পাভেলের মাতৃবিয়োগে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ক্রাইম সিলেট এর সম্পাদক আবুল হোসেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd