সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ গোপন বৈঠক কালে বেশ কিছু প্রচারপত্র সহ বুধবার মদ্যরাতে জামায়াত ইসলামীর ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সদর উপজেলার থানার জাহাঙ্গীর নগর ইউনিয়নের জর্জরিয়া গ্রাম থেকে জেলা ডিবি পুলিশের একটি টিম জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার করে।
জানা গেছে, সদর উপজেলার জর্জরিয়া গ্রামে জামায়াত নেতা আলী হোসেনের বাড়িতে গোপন বৈঠক কালে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে বুধবার মধ্যরাতে বেশ কিছু প্রচারপত্র সহ জামায়াতের ৬ নেতা কর্মীকে গ্রেফতার করে।’
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার জর্জরিয়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে মোঃ হোসেন,একই গ্রামের মৃত মালু মিয়ার ছেলে ইয়াসিন আলী, মৃত মনির উদ্দিনের ছেলে আবদুর রহিম, খাইয়ার গাঁওয়ের মৃত আবদুল গফুরের ছেলে শমশের আলী, রাজানগড় গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে সাইদুর রহমান, পৌর শহরের পশ্চিম হাজী পাড়ার বসির উদ্দিনের ছেলে জসিম উদ্দিন।
সুনামগঞ্জ ডিবি পুলিশের ইন্সপেক্টর কাহি মুক্তাদীর হোসেন বৃহস্পতিবার জানান, সরকাবিরোধী গোপন বৈঠকের খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বেশ কিছু প্রচারপত্র (লিফলেট) সহ ৬ জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করলেও ওই বেঠকে থাকা আরো কমপক্ষে ১৫ থেকে ২০ জন দৌড়ে পালিয়ে গেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd