সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৮
সিলেট :: মহান মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত নাট্য পরিষদ আয়োজিত একুশের বৈকালিক অনুষ্ঠানে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৫টায় মুক্তাক্ষর আবৃত্তি সংগঠন দলীয় পরিবেশ উপস্থাপন করেন। দীপিকা দে’র উপস্থাপনায়, বিমল কর’র গ্রন্তনা ও নির্দেশনায় একুশের গান, জারী গান ও আবৃত্তি পরিবেশন করে প্রিয়াশ্রী কর পিউ, পুনম কর পূজা, স্নেহা আচার্য্য, তাহিয়া ইয়াসমিম মিম, মো. আব্দুল্লাহ, তাবাসসুম, বুশরা ও প্রান্ত দাস।
উল্লেখ্য, মহান মাতৃভাষাকে স্মরণ করে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষরের পরিচালনায় কবি ইসতাইন আহমদের কবিতায় দ্বিতীয় আবৃত্তি অ্যালবামের প্রস্তুতিতে সাতটি কবিতায় কণ্ঠধারণ শেষ। ‘একুশ মানে বাংলা’ কবিতাটিতে কণ্ঠ দিনের মুক্তাক্ষরের আবৃত্তি প্রশিক্ষক বিমল কর। ‘একুশ মানে সৃষ্টি/ একুশ মানে বিশ্ববুকে বাংলা ভাষার সৃষ্টি’। যা ইউটিউব ও ফেইসবুকে ভাললাগার স্বাদ মেঠাবে। এই অ্যালবামে দ্বৈত কণ্ঠ দিচ্ছেন পপি কর। অতিথি শিল্পী হিসেবে ভারত পশ্চিমবঙ্গের কথাশিল্পী আবৃত্তি চর্চা কেন্দ্রের আবৃত্তিরতœ অনিন্দিতা মোদক অ্যালবামে আবৃত্তিতে কণ্ঠ দেয়ার প্রস্তুতি চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd