সিলেট ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৪৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৮
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, গত রোববার গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান ও এএসআই বেলাল আহমদের নেতৃত্বে পুলিশ দল পৃথক অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারি পরোয়ানাভূক্ত ২ মাসের সাজাপ্রাপ্ত আসামি নন্দ লাল দাসকে গ্রেফতার করেন। সে জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত নরেন্দ্র দাসের ছেলে।
এছাড়া জুয়া খেলার দায়ে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া নোয়াপাড়া গ্রামের হারুন খাঁন, হিরন খাঁন, পৌর এলাকার বাড়ী জগন্নাথপুর গ্রামের আলীনূর, জুয়েল আহমদ, সাচায়ানী গ্রামের শাহ জাকির হোসেন, কুবাজপুর গ্রামের দিলোয়ার হোসেন, দিরাই থানার শরিফপুর গ্রামের আজিম উদ্দিন, বিশ্বনাথ থানার দশ পাইকা গ্রামের সুজেল মিয়া, জগন্নাথপুর আছিম শাহ মাজার এলাকা থেকে কেশবপুর গ্রামে হিরন মিয়া ও বাড়ী জগন্নাথপুর গ্রামের সাজিদ আলীকে আটক করা হয়। আটককৃতদের সোমবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd