সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
সিলেট :: সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট সাধারণ সভা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ২টায় দুই নম্বর হলে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল কুদ্দুছ বার্ষিক বাজেট সাধারণ সভায় সমিতির ২০১৮ সালের ৪ কোটি ১৮ লাখ ৮৫ হাজার ৮২৮ টাকার বাজেট ঘোষণা করেন।
সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালার সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদকদ্বয় এডভোকেট মোহাম্মদ আব্দুছ ছাত্তার ও এডভোকেট এন.আই.এম. মাছুম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত বার্ষিক বাজেট সাধারণ সভার প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র সদস্য এডভোকেট মাওলানা আব্দুর রহমান চৌধুরী। পবিত্র গীতা পাঠ করেন এডভোকেট সন্তুুষ কান্তি ভট্টাচার্য।
বার্ষিক বাজেট সাধারণ সভায় উপস্থিত ছিলেন সমিতির কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি-১ এডভোকেট শফি আহমদ ও সহ সভাপতি-২ এডভোকেট আনোয়ার হোসেন, সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন, লাইব্রেরি সম্পাদক এডভোকেট রাহিমা খানম রিমা, প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), সহ নির্বাচন কমিশনার এডভোকেট পান্না লাল দাস, সহ নির্বাচন কমিশনার এডভোকেট মখলিছুর রহমান, সহ-সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট ওহিদুর রহমান চৌধুরী, সহ-সম্পাদক এডভোকেট রব নেওয়াজ রানা, সহ সম্পাদক এডভোকেট হেদায়েত হোসেন তানবীর ও সহ-সম্পাদক এডভোকেট ইমরান আহমদ, কার্যনির্বাহী কমিটির সদস্য সর্বজনাব এডভোকেট আব্দুস শহীদ, এডভোকেট নোমান মাহমুদ, এডভোকেট আখতার হোসেন খান, এডভোকেট আব্দুল মালিক, এডভোকেট আব্দুল ওদুদ, এডভোকেট এ.কে.এম. ফখরুল ইসলাম, এডভোকেট এ.এস.এম. আব্দুল গফুর, এডভোকেট আব্দুল মান্নান চৌধুরী, এডভোকেট কঙ্কন কুমার রায়, এডভোকেট প্রহলাদ চন্দ্র দেব, এডভোকেট ইতরাত হোসেন চৌধুরী।
উপস্থাপিত বাজেট সম্পর্কে গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির সাবেক সভাপতি এ.কে.এম. শমিউল আলম এডভোকেট, সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) এডভোকেট, অশোক পুরকায়স্থ এডভোকেট, শাহ আশরাফুল ইসলাম আশরাফ এডভোকেট, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম রাজ্জাক চৌধুরী জুবের এডভোকেট, সিনিয়র সদস্য ভি.পি.জি.পি. রাজ উদ্দিন এডভোকেট, মইনুল ইসলাম এডভোকেট, আলিম উদ্দিন এডভোকেট, জহুরুল ইসলাম এডভোকেট ও বদরুল আহমদ চৌধুরী এডভোকেট প্রমুখ।
সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা সমাপনী বক্তব্য প্রদানকালে ৪ কোটি ১৮ লাখ ৮৫ হাজার ৮২৮ টাকা আয়, ৪ কোটি ১৬ লাখ দুই হাজার ৬শ’ টাকা ব্যয় এবং দুই লাখ ৮৩ হাজার ২২৮ টাকা উদ্বৃত্ত সম্বলিত বাজেট অনুমোদনের প্রস্তাব করেন। সভায় তা অনুমোদিত ও গৃহিত হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd