জগন্নাথপুরে খাঁস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ , আহত ১৫

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৮

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুরে খাঁস জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে এলাকার প্রভাবশালী জিম্মাদার গোষ্ঠীর দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় শুক্রবার ১ জন নিহত ও কমপক্ষে ১৫ ব্যক্তি আহত হয়েছেন।’ আহতদের মধ্যে গুলিবিদ্ধ ৫ জনকে রাতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ সংঘর্ষে নিহত ব্যক্তির নাম, সফু মিয়া জিম্মাদার (৪০)।’ তিনি উপজেলার সৈয়দপুর শাহারপাড়া অনুচন্দ গ্রামের বাসিন্দা।’

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল অনুচন্দ গ্রাম সংলগ্ন জলমহালের খাঁস জমি দখল করাকে উলুচন্দ (মন্ডলীভোগ) এলাকার রাজা মিয়া জিম্মাদার ও একই গোষ্ঠীর যুক্তরাজ্য প্রবাসী জাবিদ আহমদ জিম্মাদারের পক্ষদ্বয়ের মধ্যে শুক্রবার বিকেলে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ছাড়াও আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে। ’ প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের গুলিবিদ্ধ সহ ১৫ জন আহত হলেও রাজা মিয়া জিম্মাদারের পক্ষের সফু মিয়া ডৎম্মাদার নামের এক ব্যাক্তি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।’ খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেশীয় অস্ত্র সহ ৪জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।’

গ্রেফতারকৃতরা হল, জগন্নাথপুর উপজেলার অনুচন্দ গ্রামের মৃতি সিদ্দিক জিম্মাদারের ছেলে আবন জিম্মাদার, সোনাতুনপুরের ভানু সরকারের ছেলে অখিল সরকার, দিরাই উপজেলার নগদিপুরের মৃত আইন উদ্দিন চৌধুরীর ছেলে আবদুস সামাদ চৌধুরী, নেত্রকোনার মদন উপজেলার বারইউড়া গ্রামের মঞ্জু মিয়ার ছেলে কিবরিয়া।’

জগন্নাথপুর থানার ওসি মো. হারুন অর রশীদ শুক্রবার রাতে জানান, হত্যা ও সংঘর্ষের বিষয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Sharing is caring!

বিজ্ঞাপন


আর্কাইভ

February 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  

সর্বশেষ খবর

………………………..