সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগলা মাঝপাড়া ছালিকোনা দয়াবাজার গ্রামে এক যুবতীকে ধর্ষনের চেষ্টা চালিয়েছে তার চাচাতো ভাই। অভিযুক্ত আব্দুল মুমিন (২৩) একই গ্রামের বাসিন্দা আরমিছ আলীর পুত্র।
ঘটনার বিবরণে জানা যায়, আজ ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোলাপগঞ্জ উপজেলার বাগলা মাঝপাড়া ছালিকোনা দয়াবাজার গ্রামের তেরা মিয়ার বাড়িতে তার যুবতী মেয়ে শিল্পী বেগম (৩৪) ছাড়া আর কেউ ছিলেন না। সেই সুযোগে একই গ্রামের বাসিন্দা শিল্পী বেগমের চাচাতো ভাই আব্দুল মুমিন বাড়িতে প্রবেশ করে শিল্পী বেগমকে কুপ্রস্তাব দেয়। এতে শিল্পী বেগম রাজি না হলে আব্দুল মুমিন তাকে জোরপূর্বক জড়িয়ে ধরে। অনৈতিক উদ্দেশ্য হাসিল করতে আপ্রাণ চেষ্টা চালায়। শিল্পী তা প্রতিরোধ করতে থাকলে মুমিন লাথি, ঘুষিসহ বর্বরতম হামলা চালায়। তখন চিৎকার শুনে পাশের বাড়ি থেকে শিল্পীর মা দৌড়ে আসলে মুমিন ধামকি দিয়ে চলে যায়। আহত শিল্পী বেগমকে সিলেটে এমএজি ওসমানী হাপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার জানান, তার শরীরের স্পর্শকাতর স্থানসহ বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
ভূক্তভোগী শিল্পী বেগমের বাবা তেরা মিয়া জানান, তার ভাই আমরিছ আলী অনেকদিন ধরে তার বাড়ি দখলের জন্য বিভিন্ন ধরনের পায়তারা করে আসছেন। তাকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য নানা ধরনের হয়রানি ও নির্যাতন চালিয়ে আসছেন। আজ আমরিছ আলীর পুত্র আব্দুল মুমিন ঘরে ঢুকে শিল্পী বেগমকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে বর্বরতম হামলা চালিয়েছে। মেয়ের চিৎকার শুনে তার স্ত্রী এগিয়ে আসলে ধামকি দিয়ে যায়। বাড়ি না ছাড়লে সবার সামনে সে আমার মেয়েকে ধর্ষণ করবে। ওরা নরপশু। যা ইচ্ছে তাই করতে পারে। উক্ত ঘটনায় তার ভাই আমরিছ আলীর পুত্র আব্দুল মুমিনের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
এদিকে, গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তারা এ ব্যাপারে এখনও কিছু জানেন না। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা প্রস্তুত রয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd