সিলেট ১৯শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৫ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
Sharing is caring!
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে উচাইলে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ছয় ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ দুই ডাকাতকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে- সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামের লিলু মিয়ার ছেলে বাহার (৩৫), জিতু মিয়ার ছেলে ইউনুছ (৩৫), আবুল কালামের ছেলে ফরহাদ (২১), সফর আলীর ছেলে মানিক (৪৮), করিম মিয়ার ছেলে দুলাল (২০), লিলু মিয়ার ছেলে আ. আওয়াল (২০)।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক ডাকাতদের আটকের কথা স্বীকার করে জানান, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার উচাইল এলাকায় হবিগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ডাকাতদের ধরতে অভিযান চালায়। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর হামলা করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ দুই জনসহ ছয় ডাকাতকে আটক করা হয়। গুরুতর আহত অবস্থায় আহত দুই ডাকাতকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান জানান, আহতদের চিকিৎসা চলছে। তারা আশঙ্কামুক্ত।
………………………..
Design and developed by best-bd