সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় বিশেষ অভিযানের অংশ হিসেবে চেকপোস্টে তল্লাশির সময় পাঁচলাইশ থানার এএসআই আবদুল মালেককে (৩৮) গুলি করে পালিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার বিকেল সাড়ে চারটার সময় এ ঘটনা ঘটে।
পুলিশের ধারণা, এটি পিস্তলের গুলি। তার হাঁটুর দুই ইঞ্চি উপরে এক রাউন্ড গুলি লেগেছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘দুই নম্বর গেট মোড় আর ষোলশহর রেল স্টেশনের মাঝামাঝি এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় এএসআই আবদুল মালেকের হাঁটুর ওপরে গুলি লাগে। আহত পুলিশের এক্স-রে করে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd