সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : রাজবাড়ীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ আটক মা ও দুই ছেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া শাহনাজ খানম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিতরা হলেন জেলা শহরের বিনোদপুর এলাকার মৃত মোস্তফা শেখের স্ত্রী তৈয়বা খাতুন (৫৪) এবং তার ছেলে শাহীন শেখ (৩২) ও শাকিল শেখ (১৯)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক রাজীব মিনা জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া শাহনাজ খানমের উপস্থিতিতে মাদকবিরোধী মোবাইল টিম গঠন করে শহরের বিনোদপুর এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী তৈয়বা খাতুনের বসতঘর তল্লাশি করা হয়।
এর পর তৈয়বার বসতঘর থেকে ৫০০ গ্রাম গাঁজা ও তার ছেলে শাহীনের বসতঘর থেকে এক কেজি গাঁজা উদ্ধারসহ তাদের আটক করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তৈয়বা খাতুনকে আট মাস ও তার ছেলে শাহীন শেখকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
অপর অভিযানে সকাল সাড়ে ৯টার দিকে পার্শ্ববর্তী নূরপুর গ্রামে শ্বশুরবাড়ির বসতঘর থেকে তৈয়বা খাতুনের অপর ছেলে শাকিল শেখকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
রাজীব মিনা বলেন, দণ্ডিত মা ও দুই ছেলে পেশাদার মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরে তারা একে অপরের যোগসাজশে মাদক বিক্রি করে আসছিলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd