কুলাউড়ায় বিএনপি নেতার আমরণ অনশন

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৮

কুলাউড়া প্রতিনিধি : সন্ধ্যায় খাবার ফিরিয়ে দিলেন আমরণ অনশনে অবস্থান নেয়া আবেদ রাজা। চারিদিকে পুলিশ পাহারায় অন্ধকারে একাই চলছে বিএনপি নেতার অনশন। বিএনপির কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধনে পুলিশের ব্যাপক লাঠিচার্জ ও আটকের প্রতিবাদে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মুসার অপসারণের চেয়ে একাই আমরণ অনশন পালন করছেন জেলা বিএনপির সহ-সভাপতি ও এড. আবেদ রাজা। প্রখর রৌদ্র উপেক্ষা করে আমরণ অনশন বসেন তিনি। সন্ধ্যায় জেলা পরিষদের সদস্য শারমিন আক্তার চৌধুরী মুন্নি খাবার নিয়ে গেলে তা করে আবেদ রাজা। সোমবার (১২ ফেব্রুয়ারী) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে কুলাউড়া পৌর শহরের স্বাধীনতা সৌধে অবস্থান করে তিনি এই অনশন পালন করছেন। জানা যায়, বিএনপির কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করার উদ্দেশ্যে পৌর শহরের উছলাপাড়া থেকে বিএনপি নেতা আবেদ রাজার নেতৃত্বে নেতাকর্মীরা উত্তর বাজারের দিকে অগ্রসর হোন। খবর পেয়ে কুলাউড়া থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশ ব্যাপক লাঠিচার্জ শুরু করলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এক পর্যায়ে ৬ জনকে আটক করে পুলিশ। এদিকে আবেদ রাজা তাঁর অবস্থানে অনড় থাকলে পুলিশ তাঁকেও ধাওয়া করে। এক পর্যায়ে থানার সম্মুখে অবস্থিত স্বাধীনতা সৌধে গিয়ে অবস্থান করেন আবেদ রাজা। সরেজমিনে গেলে আবেদ রাজা বলেন, সম্পূর্ণ গণতান্ত্রিক তৎপরতায় বাঁধা প্রদান করেছে পুলিশ। একটি সুষ্টু সুন্দর কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীদের উপর লাঠিচার্জসহ আমাদের নেতাকর্মীদের আটক করা হয়েছে। আটককৃত সকল নেতা কর্মীদের মুক্তিসহ গণতান্ত্রিক তৎপরতায় বাঁধা প্রদান করায় ওসির অপসারণের দাবিতে আমি আমরণ অনশন পালন করছি। এবিষয়ে কুরাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মুসা বলেন, মানববন্ধন করতে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তাই তাদেরকে বাঁধা দিয়েছি। অপসারণের বিষয়ে তিনি বলেন, গণতন্ত্র না থাকলে উনি এমন কথা বলতে পারতেন না। উনি এভাবে বসে থাকতে পারতেন না। নিশ্চয়ই গণতন্ত্র আছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমাদের দ্বায়িত্ব আমরা পালন করছি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  

সর্বশেষ খবর

………………………..