সিলেটে তিন সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বই পাঠ প্রতিযোগিতা

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৮

সিলেট :: উৎসব মুখর পরিবেশে ব্রিটিশ কাউন্সিল ও ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (আকবেট)-এর বই পাঠ প্রতিযোগিতা ২০১৭-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার বিকালে উপশহরস্থ আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এক বার্তায় বলেন, দেশ ও জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মের শিশুদের পরিপূর্ণ পরিচর্যার মাধ্যমে শিক্ষিত করে তুলতে হবে। সুস্থ বিনোদন ও মেধার বিকাশের জন্য ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি মননশীল লেখকদের বই পড়তে উৎসাহিত করতে হবে। শিশুদের বই পড়াতে উৎসাহ দিতে ব্রিটিশ কাউন্সিল ও আকবেটের এমন উদ্যোগকে তিনি স্বাগত জানিয়ে ভবিষ্যতে এ ব্যাপারে সিটি কর্পোরেশেনের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতার আশ^াস প্রদান করেন। তিনি বলেন, মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসে গেইম অথবা সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমিয়ে শিশুদেরকে বই পড়ার প্রতি উৎসাহিত করতে অভিভাবকদেরকে ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আকবেটের নির্বাহী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম, ব্রিটিশ কাউন্সিল-এর ডেপুটি ডিরেক্টর এন্ড্রু নিঊটন, লাইব্রেরী ও কালচারাল সেন্টার ম্যানেজার সারাওয়াত রেজা ও ব্রিটিশ কাউন্সিল সিলেটের প্রধান কফিল হোসেন চৌধুরী। বিজয়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন স্কলার্সহোম, ইলেকট্রিক সাপ্লাই ক্যাম্পাসের তাহলিদা ইয়াসমিন, সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের মাকসুরা নাহার চৌধুরী, জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের তালুকদার মো. রাফী কায়সার। অনুষ্ঠানে সিলেটের প্রায় অর্ধশতাধিক স্কুলের ৩ হাজারের অধিক শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকগণ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, এবারের বই পাঠ প্রতিযোগিতায় সিলেটের ২৮ টি স্কুলের ৪২০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তাদের মধ্যে প্রায় ২৬৫০ জনকে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়। প্রোগ্রামের মূল্যায়নের মাধ্যমে প্রতিটি স্কুলের তিনজনকে সেরা বই পাঠক নির্বাচন করে বিশেষ পুরস্কার দেওয়া হয়। এছাড়া ৪২০৮ জনের মধ্যে সেরা পাঁচজনকে পুরস্কার হিসেবে ল্যাপটপ প্রদান করা হয়।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  

সর্বশেষ খবর

………………………..