সিলেট ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৮
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে যৌন হয়রানির নালিশ করায় স্কুলছাত্রীর বাবা-মাসহ চারজনকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। এ ঘটনায় আইনি সহায়তা চেয়ে শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ করছেন স্কুলছাত্রীর বাবা।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আশারকান্দি ইউনিয়নের রহমতপুর উচ্চবিদ্যালয়ে ৮ম শ্রেণীতে পড়ুয়া কালনীরচর গ্রামের ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে কয়েক মাস ধরেই যৌন হয়রানি করে আসছিল একই গ্রামের বিএনপি নেতা মেন্দি মিয়ার শ্যালক ডালিম নামের এক বখাটে। ডালিম পার্শ্ববর্তী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউশা গ্রামের আবদুল আজিজের ছেলে।
এদিকে যৌন হয়রানির বিষয়টি বখাটে ডালিমের ভগ্নিপতি মেন্দি মিয়ার কাছে স্কুলছাত্রী জানায়। ঘটনাটি জানার পর স্কুলছাত্রীর বাবা ডালিমের দুলাভাই মেন্দি মিয়ার কাছে নালিশ করেন। এতে বখাটে ডালিমসহ তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে শুক্রবার বাড়িতে ঢুকে ছাত্রীর পরিবারের লোকজনের ওপর হামলা চালায়। বখাটেরা বেধড়ক পিটিয়ে স্কুলছাত্রীর বাবা-মাসহ ৪ জনকে আহত করে।
জগন্নাথপুর থানার ওসি হারুন অর রশীদ চৌধুরী, তদন্ত করে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd