সিলেট ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৮
ছাতক প্রতিনিধি :: ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ২৫ ব্যক্তি আহত হয়েছে। আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার পৌর শহরের মোগলপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষর্শীরা জানান, পৌরসভার ড্রেনের চলমান নির্মান কাজের উত্তোলিত ডাস্ট নেয়াকে কেন্দ্র করে মোগলপাড়া এলাকার বাসিন্দা মনির মিয়া ও তজম্মুল আলীর মধ্যে বাক-বিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধঘন্টা ব্যাপী সংঘর্ষে নারী-শিশুসহ উভয় পক্ষের ২৫ ব্যক্তি আহত হয়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে আহত শামছুল ইসলাম (৪৫), শুকুর আলী (২৩), কয়েছ (২০), কাউছার (২৫), আতুরা বেগম (৪৫), রাসেল মিয়া (২৮), রাবেয়া বেগম (৩৫), নীলবানু (৬০), আতিক (১৫) মাহদী (২০), সুমন (২৪), খালিক মিয়া (২৯), মনির মিয়া (৪৫), শারমিন (২৪), জাহিদ (১৫), রেশমা বেগম (১৮), বুরহান উদ্দিন (৩৫)সহ অন্যান্যদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
ছাতক থানা পুলিশের উপ-পরিদর্শক সফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd