সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : দুর্নীতির দায়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত। আজ রবিবার ঢাকা বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আক্তারুজ্জামান এ নির্দেশ দেন।
এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে একই আদালতে খালেদা জিয়াকে কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার জন্য আদালতে আবেদন দাখিল করে সিনিয়র আইনজীবী সানাউল্লাহ মিয়া। শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৫ কারাদণ্ড দেন আদালত। এ মামলায় আসামি খালেদার ছেলে এবং দলের সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক রহমানসহ অপর ৫ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে আদালত। তাদেরকে ২ কোটিরও বেশি অর্থদণ্ড দিয়েছেও আদালত।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd