সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৮
নিজস্ব প্রতিবেদক : এসএসসি গণিত পরীক্ষার ফাঁস হওয়া এমসিকিউ (নৈব্যত্তিক) প্রশ্নপত্র সহ সিলেটে এক যুবককে হাতে নাতে ধরা হয়েছে। শনিবার সকাল ১০ টায় নগরীর আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়।
আটককৃত যুবকের নাম দেলোয়ার হোসেন (১৮)।
এসএসসি পরীক্ষা চলাকালীন আটকের পর দুপুর ১টায় পরীক্ষা শেষে প্রশ্নপত্র হুবহু মিল পায় গোয়েন্দা সংস্থার সদস্যরা। ওই যুবকের হাতে থাকা ওয়ালটন অ্যান্ড্রোয়েড মোবাইল ফোনে গণিত এমসিকিউ (নৈব্যত্তিক) ‘খ’ সেটের প্রশ্নপত্র পাওয়া যায়।
আটক দেলোয়ার হোসেন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের কলিমপুরের হুমায়ূন কবীরের ছেলে ও সিলেট সদর উপজেলার বাইশটিলা এলাকার বাসিন্দা।
আটকের পর দেলোয়ার স্বীকার করে ভৈরব থেকে তার এক চাচা প্রশ্নপত্রটি মোবাইলে দিয়েছেন। নগরের আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শরীফুল ইসলাম নামে তার এক ভাতিজা পরীক্ষা দিচ্ছিলো বলে- আটকের পর গোয়েন্দা সংস্থাকে জানায় দেলোয়ার।
পরে দুপুর ১টার দিকে তাকে সিলেট বিমানবন্দর থানার আম্বরখানা ফাঁড়ি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ দেব এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd