সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: জিয়া আরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের প্রতিবাদে পুলিশ ও আওয়ামী লীগের সাথে বিএনপি-ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় একটি মামলাদায়ের করা হয়েছে।
মামলায় বিএনপি-ছাত্রদলের প্রায় ২০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
শুক্রবার সকালে উপ-পরিদর্শক (এসআই) অনুপ চৌধুরী বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেছেন বলে জানিয়েছেন থানার ওসি গৌসুল হোসেন।
তিনি জানান, মামলায় ৪৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে। তবে এ ব্যাপারে আর বিস্তারিত কিছু জানাতে পারেন নি।
আজ (শুক্রবার) বিকেলের দিকে তা জানাতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার বিকালে খালেদা জিয়ার রায়ের পর বিএনপি নেতাকর্মীরা সিলেটের আদালত এলাকা থেকে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়।
এ সময় পুলিশ ও আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিএনপি নেতাকর্মীরা।
প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।
এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd