সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৮
শাহ আলম,গোয়াইনঘাট থেকে : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মন্দিরের জুম এলাকা থেকে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ পন্থায় পাথর উত্তোলন করায় টাস্কফোর্সের অভিযান চালিয়ে দু’টি গর্ত বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস’র নেতৃত্বে টাস্কফোর্সের এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান, মৌলভী বাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিত কুমার চন্দ, বিজিবি’র সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার সুবেদার ফারুক আহমেদসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
এসিল্যান্ড সুমন চন্দ্র দাস জানান মন্দিরের জুম এলাকা থেকে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা থাকার পরও একটি মহল অবৈধ ভাবে পাথর উত্তোলন করার পায়তারা করছিল। খবর পেয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে গর্ত দু’টি বন্ধ করে দেওয়া হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd