সিলেট ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, ট্রাফিক সিগনালে আটকা অনেক মানুষজনের সামনেই এক মেয়েকে তিন জন পুলিশ মিলে মারছে। সিগনালের অনেকেই দাঁড়িয়ে তা দেখছে। কেউ এগিয়ে যাচ্ছে না। উৎসাহী এক জনতা সেটি ভিডিও করেছে। তবে ভিডিওর শেষে দেখা যায়- সেই উৎসাহী জনতার দিকে পুলিশের এক সদস্য তেড়ে আসে। ভিডিওটি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।
ড্রিফট কিং নামে একজন ফেসবুকে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘এদের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়ান, না হলে আজ অন্য কেউ, কাল আপনি আমি সবাই এর স্বীকার হতে পারি!’
খন্দকার তরিকুল ইসলাম লিখেছেন, ‘এদের মত পুলিশ যারা পেশাদার আচরণ করে না তাদের কে ফ্লাইং কিক মারবে না তো শুয়ে পড়ে কিক মারবে?’
সাইফুল ইসলাম সাইফ ফেসবুকে লিখেছেন, ‘এই সব পুলিশ বাহিনীতে কর্মরত সকল কে জানাই অন্তরের অন্তসস্থল থেকে তাদের সন্তান্দের প্রতি ভালবাসা(!) দোয়া করি আপনাদের সন্তানদের যেন এইভাবে জানোয়ারের মত কেউ না মারে!’
শাহেদ শফিক লিখেছেন, ‘শিশুটির দোষ কি?’
ভিডিওটি কোথাকার বা মেয়েটিকে কেন মারা হচ্ছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
দেখুন সেই ভিডিওটি :
From the Web
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd