সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:27 PM, February 8, 2018
Sharing is caring!
নিজস্ব প্রতিবেদক :: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা প্রদানকে কেন্দ্র করে সিলেট নগরীর ব্যস্ততম জিন্দাবাজার পয়েন্টে সশস্ত্র অবস্থান নিয়েছেন সিলেট জেলা ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বিকাল ৪ টার ৪৭ মিনিটে জেলা ছাত্রদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল সহকারে এসে জিন্দাবাজার পয়েন্টে অবস্থান নেন। তারা সেখানে প্রায় ২০ মিনিট অবস্থান করে রাস্তা অবরোধ করেন।
এসময় তারা আওয়ামী লীগ নেতাদের ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলেন, ভাংচুর চালান। তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিপক্ষে শ্লোগান দেন।
এরপর বিকাল ৫ টার ৫ মিনিটে পুলিশ এসে ৭ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশ আসার পর ছাত্রদল নেতাকর্মীরা সটকে পড়েন।
এখন পুলিশ জিন্দাবাজার পয়েন্টে অবস্থান করছেন। এবং আশেপাশে তল্লাশী চালাচ্ছে।
এ ব্যাপারে জানতে চেয়ে সিলেট কোতোয়ালি থানা পুলিশের ওসি গৌছুল হোসেনকে কল দেয়া হলে রিসিভ হয়নি। অন্যদিকে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহম্মদ আবদুল ওয়াহাব’র ফোন বন্ধ পাওয়া যায়।
………………………..
Design and developed by best-bd