তাহিরপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় পুুলিশ সদস্য গুরুতর আহত

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৮

নিজস্ব প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় বুধবার রাত সাড়ে ৯টায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।’ আহতদের নাম কনষ্টেবল ইসমাইল হোসেন।’ সে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্য।’ পুলিশ বুধবার রাতে ভারতীয় মদের চালান সহ এক মাদক চোরাকাররীকে গ্রেফতার করে নিয়ে আসার পথে পুলিশের ওপর হামলার ঘটনাটি ঘটেছে।’ পরিস্থিতি নিয়ন্ত্রন ও হামলা ঠেকাতে গিয়ে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে।’

পুুিলশ ও গ্রামবাসীর সুত্রে জানা যায়, উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের পার্শ্ববর্তী কামড়াবন্দ গ্রামে গোপন সংবাদের ভিওিতে মাদক দ্রব্যের চালান আটক করতে বুধবার রাত সাড়ে ৯ টায় বাদাঘাট পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমানের নেতৃত্বে ৭ সদস্যের পুলিশের একটি টিম অভিযানে গেলে কামড়াবন্দ গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে আলোচিত হুন্ডি ও মাদক ব্যবসায়ী গোলাপকে তার বসত ঘর থেকে ১০ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার করে। গ্রেফতারের পর গোলাপকে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসার পথে তাকে ছিনিয়ে নিতে গোলাপের ভাতিজা ফজল, ভাগ্নে ইয়াবা ব্যবসায়ী জলিল, খলিল সহ পরিবারের নারী পুরুষ মিলে অর্ধশতাধিক লোকজন পুলিশের ওপর হামলা করে।’ এ পর্যায়ে হামলাকারীরা কাঠের রোল ও লোহার রড দিয়ে আঘাত করে কর্তব্যরত পুলিশ কনষ্টেবল ইসমাইলের মাথা ফাঁটিয়ে দেয় ও অন্যদের ওপর লাঠি সোটা নিয়ে হামলা করে।’

তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ বুধবার রাতে পুলিশের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করে বললেন, আহত কনষ্টেবলকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর বুধবার রাতে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রন ও হামলা ঠেকাতে পুলিশ বাধ্য হয়ে ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  

সর্বশেষ খবর

………………………..