আব্দুল কাইয়ুম জালালী পংকির বাসায় পুলিশী তল্লাশী

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৮

সিলেট :: সিলেট মহানগর বিনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক সিলেট  সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকির বাসায় পুলিশি তল্লাশির ঘটনা ঘটেছে।

৭ ফেব্রুয়ারি বুধবার গভীর রাত ৩ টার দিকে তল্লাশি চালায় পুলি।

জানা যায় ৮ই ফেব্রুয়ারী বেগম খালেদা জিয়ার মামলার রায় নিয়ে সারা দেশে বিনপি ও অঙ্গসংগঠন এর নেতাদের উপর গ্রেপ্তার এর অভিযান চালাচ্ছে পুলিশ. সিলেট বিএনপির জনপ্রিয় একটি নাম পংকি  তিনি সব কটি মামলার জামিন এ থাকার পর ও এই অভিযান চালায় পুলিশ বিএনপি নেতা পংকির ছেলে জানান রাত ৩টায় পুলিশ বাবার কথা জানতে চায়,বাবা বাসায় নেই বললে উনারা কিছুক্ষন অবস্থান নিয়ে পরে চলে যান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  

সর্বশেষ খবর

………………………..