সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৮
ক্রাইম ডেস্ক : সিলেটে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িচাপায় বাংলানিউজ২৪ডটকম’র ফটো সাংবাদিক আবু বক্কর আহত হয়েছে। সোমবার বিকাল ৪টা ২৭ মিনিটে এ ঘটনাটি ঘটে। এসময় তিনি ছবি ধারণের জন্য খালেদার গাড়ির নিকটেই চলে গিয়েছিলেন। এসময় খালেদা জিয়ার গাড়ির চাকা আবু বক্করে ডান পায়ের গোড়ালির উপর দিয়ে চলে যায়। কোমরেও আঘাত পেয়েছেন তিনি।
পরে সেখানে থাকা সময় টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির, জেলা প্রেসক্লাবের দফতর সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, যুগান্তর’র রিপোর্টার আজমল খান, মোহনা টেলিভিশনের সিপার আহমদসহ অন্যান্যরা আবু বক্করকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে প্রেরণ করেন।
বাংলানিউজের সিনিয়র রিপোর্টার নাসির উদ্দিন জানিয়েছেন, বর্তমানে আবু বক্কর সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ৯নং (অর্থোপেডিক্স) ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন- ‘তাঁর এক্সরে রিপোর্টে দেখা গেছে তাঁর পায়ের গোড়ালি ভেঙে গেছে। এখন সার্জারির প্রয়োজন পড়তে পারে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd