সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৮
কোম্পানীগঞ্জ সংবাদদাতা : কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগে বিজিবির এক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে নায়েক সুবেদার জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত থেকে বিজিবির একটি বিশেষ টহল দল মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছিলেন। এক পর্যায়ে রোববার সকাল সাড়ে ৯টার দিকে ১২৫১ পিলারের ২২ এস এর সামনে থেকে ৫১০ পিস ভারতীয় অফিসার চয়েজ মদ ও ৪৬ পিস ম্যাগডম মদ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৩৪ হাজার টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায় বলে জানা গেছে। মাদক বিরোধী অভিযানে অংশ নেন হাবিলদার মোঃ রবিউল ইসলাম, নায়েক মোঃ আবুল কালাম, আবু তারেক, লেস নায়েক মোঃ মহি উদ্দিন, সিপাহী মোঃ সাজু আহমদ, মোঃ নয়ন মিয়া, মোঃ জাকির হোসেন, নায়েক সিগনাল মোঃ শফিকুল ইসলাম।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd