সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৮
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বড়থল গ্রাম থেকে বনবিভাগ ও পুলিশের যৌথ অভিযানে দেড় লক্ষাধীক টাকা সমমূল্যের অবৈধ সেগুনকাঠ উদ্ধার করা হয়। জানাযায় গুপনসংবাদের ভিত্তিতে ২রা ফেব্রুয়ারী শুক্রবার রাত ১০টার দিগে বড়লেখা রেঞ্চ অফিসের সহযোগী রেঞ্চ কর্মকর্তা শেখর রন্জন দাস, জুড়ি স্পেশাল রেন্জের সহযোগী কর্মকর্তা শ্যামল রায়, বড়লেখা থানার এস,আই শাহ আলমের নেতৃত্বে সুজানগরের বড়থল গ্রামে অভিযান চালিয়ে আলহাজ্ব সালেমান আহমদের পুত্র সাইদ আহমদের বাড়ির পাশের ডোবা থেকে প্রায় দেড় লক্ষাধীক টাকার মূল্যের ২৬ ঘনফুট অবৈধ সেগুনকাঠ উদ্ধার করেন।
উদ্ধারকৃত কাঠগুলো বড়লেখা রেঞ্চ অফিসে নিয়ে জব্দ করে রাখা হয়।এ ব্যাপারে মুঠোফোনে বড়লেখা সহযোগী রেঞ্চ কর্মকর্তা শেখর রন্জন দাস অবৈধ সেগুনকাঠ আটকের সত্যতা স্বীকার করে বলেন এ বিষয়ে বনবিভাগের পক্ষে বড়লেখা আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং( ১৯ বড় ২০১৭/১৮ ধারা ৪১/৪২) উল্লেখ্য ইতিপূর্বে ও এলাকাবাসীর সহযোগীতায় আলহাজ্ব সালেমান আহমদের পুত্র সাইদ আহমদের পরিচালিত স’ মিল থেকেও অবৈধ সেগুনকাঠ উদ্ধার হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd