টিলাগড়ে ছাত্রলীগ কর্মী তানিম হত্যা মামলার আসামী সাগর পুলিশের খাচায় বন্দী

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৮

ক্রাইম সিলেট ডেস্ক : নগরীর টিলাগড়ে ছাত্রলীগ কর্মী তানিমুল ইসলাম খান হত্যা মামলার এজাহারনামীয় আসামী বদরুজ্জামান সাগর (২৫) পুলিশের খাচায় বন্দী হয়েছে। শুক্রবার ভোরে শিবগঞ্জ লাকড়িপাড়ার রংধনু ২৮ নম্বর বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সে চট্টগ্রামের মিরসরাই উপজেলার পূর্ব দুর্গাপুর গ্রামের জসিম উদ্দিনের পুত্র। সাগর এমসি কলেজের ছাত্র এবং ছাত্রলীগের আজাদ গ্রুপের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
গত ৭ জানুয়ারী নগরীর টিলাগড়ে ছাত্রলীগের আজাদ ও রঞ্জিত গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলে আজাদ গ্রুপের হাতে সিলেট সরকারী কলেজের ছাত্র রঞ্জিত গ্রুপের ছাত্রলীগ কর্মী তানিমুল ইসলাম খান খুন হয়। এ ঘটনায় তানিমের বন্ধু দেলোয়ার হোসেন রাহি বাদী হয়ে প্রতিপক্ষ আজাদ গ্রুপের ছাত্রলীগ কর্মী সাদিকুর রহমান আজলাসহ ২৯ জনের নাম উল্লেখ করে শাহপরাণ(রহ:) থানায় একটি মামলা দায়ের করে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার এ মামলার আসামী সাগরকে তার বাসা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন এসএমএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার মুহম্মদ আবদুল ওয়াহাব। হাতে গ্রেফতার হয়েছে। শুক্রবার নগরীর শিবগঞ্জ লাকড়িপাড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ ঘটনায় চারজনকে গ্রেফতার করে পুলিশ। সাগর ছাড়া গ্রেফতারকৃত অন্যরা হচ্ছে- জয়নাল আবেদীন ডায়মন্ড, রুহেল আহমদ ও ছয়েফ।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  

সর্বশেষ খবর

………………………..