সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৮
সিলেট :: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ফল ২০১৭ সেশনে অধ্যয়নরত বিবিএ প্রোগ্রামের ৩য় বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থীদের নিয়ে স্মল বিজনেস এক্সিবিশন প্রোগ্রাম শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় প্রোগ্রামের উদ্বোধন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. মনির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী, এক্সিবিশন পরিচালনা কমিটির আহবায়ক ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান আবু ছায়ীদ মোহাম্মদ আবদুল্লাহ, প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক ড. বশির উদ্দিন, মেহেদী হাসান তুহিন, এক্সিবিশন কমিটির সদস্য, সহকারি অধ্যাপক শাহিদা খানম, এইচ.এম.আরিফ, মো. মহসিন হোসাইন।
উক্ত ক্ষুদ্র ব্যবসা প্রর্দশনীতে মোট ৭টি গ্রুপ ৭টি স্টলে বিভিন্ন ধরনের বিজনেস প্রজেক্টে অংশগ্রহণ করে। উদ্বোধন শেষে উপাচার্যের নেতৃত্বে সবগুলো স্টল প্রদক্ষিণ করা হয়। এক্সিবিশন আগামী বৃহস্পতিবার রাত ৮ টা পর্যন্ত চলবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd