জাফলং পিকনিক সেন্টার থেকে আগুনে পোড়া প্রাইভেট কার উদ্ধার

প্রকাশিত: ২:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৮

গোয়াইনঘাট প্রতিনিধি : জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে আগুনে পোড়া একটি প্রাইভেট কার উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। গতকাল শুক্রবার বল্লাঘাট পিকনিক সেন্টারের ভিতর থেকে এ প্রাইভেট কারটি উদ্ধার করা হয়। তবে গাড়িটির নম্বর প্লেট না পাওয়ায় মালিকের নাম সনাক্ত করতে পারেনি পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জাফলংয়ের বল্লাঘাট পিকনিক সেন্টারের অভ্যন্তরে গত বৃহস্পতিবার গভীর রাতে একটি প্রাইভেটকারে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে রেখে যায় দুবৃত্তরা। গতকাল শুক্রবার সকালে আগুনে পোড়া অবস্থায় ওই প্রাইভেট কারটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ প্রাইভেট কারটি উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়িটির নম্বর প্লেট না থাকায় গাড়ির মালিককে সনাক্ত করা যায়নি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..