সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৮
মৌলভীবাজার সংবাদদাতা :: মৌলভীবাজারের জগন্নাথপুর এলাকার ইজতেমা মাঠে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে তারা মৃত্যুবরণ করেন।
তারা হলেন বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গাঙ্গকুল গ্রামের মতু মিয়া (৬৫) ও একই উপজেলার তালিমপুর ইউনিয়নের বড়ময়দান গ্রামের সুরমান উদ্দিন (৫৫)।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. মুহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দিবাগত রাতে ইজতেমা মাঠে শীতে তাদের শ্বাসকষ্ট বেড়ে যায়। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
শনিবার ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার মূল আনুষ্ঠানিকতা।
আজ শনিবার জোহরের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd