সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৮
জকিগঞ্জ সংবাদদাতা: জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শাহ মোঃ ফয়ছল চৌধুরী কল্যান ট্রাস্টের বৃত্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হয়েছে। ইউনিয়নের সবকয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন, ইবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে শাহ মোঃ ফয়ছল চৌধুরী কল্যান ট্রাস্টের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা সম্প্রতি সম্পন্ন হয়। মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সময় ইউনিয়নের ২নং খিলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা হয়।
ফলাফল ঘোষনা করেন জকিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও খিলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক এখলাছুর রহমান। এসময় শাহ মোঃ ফয়ছল চৌধুরী কল্যান ট্রাস্টের সচিব সাদিক আহমদ তাপাদার ফলাফলের একটি কপি ম্যানেজিং কমিটির সভাপতি সাংবদিক এখলাছুর রহমানের হাতে তুলে দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ময়নুল হক, সহকারী শিক্ষিকা সুলতানা বেগম, রাশেদা বেগম,
চম্পু রানী দাস ও আছাদউদ্দিন প্রমুখ। পরীক্ষার ফলাফল হচ্ছে:
শ্রেনী: ৫ম
মেধাভিত্তিক বৃত্তি প্রাপ্তদের রোল: ৫০৪৬=১জন
সাধারন বৃত্তি প্রাপ্তদের রোল:
৫২০১,৫২০২,৫২০৩,৫২০৪,৫২০৫,৫২০৬,৫২০৭,৫০১১,৫০১৬,৫০১৮,৫০২৮,৫০২৯,৫০৩৮,৫০৪০,৫০৪২,৫০৪৩,৫০৪৪,৫০৪৫,৫০৫৩,৫০৫৪,৫০৫৬,৫০৬৬,৫০৬৭,৫০৭০,৫০৭৫,৫০৭৭,৫০৮১,৫০৮৩,৫০৮৫,৫০৮৭,৫০৮৮,৫০৮৯,৫০৯০,৫০৯১=৩৪জন
শ্রেনী: ৪র্থ
মেধাভিত্তিক বৃত্তি প্রাপ্তদের রোল: ৪০৩৫,৪১১০=মোট ২জন
সাধারন-বৃত্তি-প্রাপ্তদের-রোল: ৪০০২,৪০০৬,৪০০৭,৪০০৮,৪০১৮,৪০২৩,৪০২৪,৪০২৬,৪০৩১,৪০৩২,৪০৩৭,৪০৩৮,৪০৪০,৪০৪১,৪০৪২,৪০৪৮,৪০৫৭,৪০৫৮,৪০৫৯,৪০৬০,৪০৬১,৪০৬৩,৪০৬৬,৪০৬৭,৪০৬৮,৪০৬৯,৪০৭২,৪০৭৩,৪০৮২,৪০৮৪,৪১০৪,৪১০৬,৪১০৭,৪১০৮,৪১০৯,৪১২৪=৩৬জন
শ্রেনী: ৩য়
মেধাভিত্তিক বৃত্তি প্রাপ্তদের রোল: ৩০৮৫,৩১০০=মোট ২জন
সাধারন বৃত্তি প্রাপ্তদের রোল:
৩০১২,৩০১৭,৩০২৮,৩০৩৭,৩০৪১,৩০৪২,৩০৪৩,৩০৪৪,৩০৫৩,৩০৫৬,৩০৭৮,৩০৮১,৩০৮৩,৩০৮৪,৩০৮৭,৩০৯০,৩০৯১,৩০৯৬,৩০৯৭,৩০৯৮,৩১০১,৩১০২,৩১০৩,৩১০৫,৩১১২,৩১১৩,৩১১৪,৩১১৮=মোট ২৮জন
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd