সিলেট ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৮
জগন্নাথপুর প্রতিনিধি:: তিন দিনের সফরে জগন্নাথপুর আসছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি ।
শুক্রবার মন্ত্রী সিলেটের ওসমানীনগর তাজপুর মঙ্গলচন্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয় এর ১০৩ বছর পূর্তি ও পুনমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
দুপুর ২টায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবাসীদের অর্থায়নে হিমাগার উদ্বোধন করবেন। শনিবার মন্ত্রী জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আটপাড়া উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগদান করবেন।
বিকেলে সাড়ে তিনটায় দক্ষিন সুনামগঞ্জের ঘোড়াডুম্বুর গ্রামের বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। রবিবার মন্ত্রী পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে যোগদান করবেন। দুপুর দুই টায় মন্ত্রী জগন্নাথপুর উপজেলা সদরের শ্রীশ্রী কালি মন্দিরে বার্ষিক নামযজ্ঞানুষ্ঠানের আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd